FOUNDER & DIRECTOR
আস্সালামু আলাইকুম
সুধী,
আমাদের সমাজে প্রচলিত শিক্ষাব্যবস্থায় একজন সচেতন দ্বীনদ্বার অভিভাবকের জন্য তাঁর সন্তানকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা খুবই কঠিন। কারণ প্রচলিত জ্ঞানবিজ্ঞানের পাশাপাশি মৌলিক ইসলামী মূল্যবোধ বজায় রাখাসহ উত্তম চরিত্রের অধিকারী শিক্ষার্থী তৈরী করার মত প্রতিষ্ঠান খুঁজে পাওয়া দুস্কর।
এমতাবস্থায়, উন্নত স্কুলিং এর পাশাপাশি প্রয়োজনীয় দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটি সুষ্ঠু মানসম্পন্ন প্রতিষ্ঠান গঠনে অভিজ্ঞ উপদেষ্টাবৃন্দ ও শিক্ষকদের নিয়ে “দি এডুকেটরস্” প্রতিষ্ঠিত হয়েছে।
খুব অল্প কিছু সঞ্চয় নিয়ে বিনয়ের সাথে এই উদ্যোগ নেয়া হয়েছিল। আমরা সকলের কাছে দুয়া চাই যেন এই উদ্যোগ শেষ পর্যন্ত একটি সফল মডেলে পরিনত হতে পারে।
FOUNDER PRINCIPAL
আস্সালামু আলাইকুম
সুধী,
আশাকরি, আল্লাহ্ তা’লা আপনাদের সবাইকে সুস্থ ও ভাল রেখেছেন। আল্লাহ্ তা’লার প্রশংসা যে তিনি আমাদের এই ব্যতিক্রমধর্মী দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রেখেছেন। শুধু ভাল রেজাল্ট নয়, ভাল মানুষ তৈরী হওয়াটাই বড় বিষয় – একথাটি কে সামনে রেখে “দি এডুকেটরস্” এর যাত্রা শুরু হয়েছিল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকের এই অবস্থান। আমাদের সন্তানদের জন্য এটি একটি সফল প্রতিষ্ঠান - এখন একথা জোর দিয়ে বলা যায়। আল্লাহ্ তা’লা আমাদের এই প্রচেষ্টাকে ইখলাছ পূর্ণ, সূন্নাহ্ মোতাবেক করার তৌফিক দেন ও কবুল করেন। আমীন।।
আস্সালামু আলাইকুম সুধী, উন্নত স্কুলিং , প্রয়োজনীয় দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটি সুষ্ঠু মানসম্পন্ন প্রতিষ্ঠান গঠনে অভিজ্ঞ উপদেষ্টাবৃন্দ ও শিক্ষকদের নিয়ে দি এডুকেটরস্ প্রতিষ্ঠিত করা হয়েছে। শাসন, ভয়-ভীতির পরিবর্তে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করাই আমাদের লক্ষ্য।
Witty Educational Management Software © Copyright 2025 | Developed By Esteem Soft Limited