আমাদের স্বাতন্ত্রঃ

* প্রাথমিক পর্যায়ে English Version জাতীয় কারিকুলাম (NCTB) অনুসরণ করা। প্রয়োজনীয় দ্বীনি সহপাঠ হিসেবে নূরানী ও দক্ষিণ আফ্রিকা, পাক-ভারতের বাছাই করা কারিকুলামের সহায়তা নেয়া হয়। স্পোকেন ইংলিশ-এ বিশেষ গুরুত্ব দেয়া হয়।

* পাঠদানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের প্রয়োজনীয় ব্যবহার ও পুর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব।

* পবিত্র কুরআন সহীহ শুদ্ধভাবে তিলাওয়াত ও প্রয়োজনীয় অংশ হিফয করার ব্যবস্থা আছে। দ্বীনিয়াতের ব্যবহারিক পাঠের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জীবনে সত্যিকারের ইসলামী মূল্যবোধ ও চরিত্র গড়ে তোলার চেষ্টা করা হয়।

* ছাত্র-ছাত্রীদের মানসিক-দৈহিক বিকাশে খেলা-ধুলা, শিক্ষা সফর, বিতর্ক ও অন্যান্য প্রতিযোগীতা আয়োজনের ব্যবস্থা আছে। সর্বোপরি, আছে দ্বীনি মূল্যবোধ সম্পন্ন অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর নিবেদিতপ্রাণ প্রচেষ্টা।

Educators এর শিক্ষাপদ্ধতিঃ

* নিয়মিত ‘পাঠ পরিকল্পনা’ (Lesson Plan) অনুযায়ী শ্রেণী কক্ষে পাঠদান।

* পূর্ণ শিক্ষাবর্ষে তিনটি সেমিস্টারে নিয়মিত ২টি করে টার্ম টেস্ট ও প্রয়োজনীয় মডেল টেস্ট ও বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মান যাচাইয়ের নিয়মতান্ত্রিক ব্যবস্থা।

* Class Work (CW) ও Home Work (HW) খাতা নিরীক্ষণ, পাঠদান চলাকালে পর্যবেক্ষণ এবং চলমান সমস্যার দ্রুত সমাধান।

* প্রত্যেক পরীক্ষার পর Parents Meeting মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অপধফবসরপ সমস্যার সুষ্ঠু সমাধান।

* বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার বিতরণ।

এছাড়াও,

- লেখা-পড়ার উপযোগী শব্দ ও বায়ুদূষণমুক্ত নিরিবিলি পরিবেশে নিরাপত্তার সু-ব্যবস্থা ও

- যাতায়াতের জন্য স্কুল কোচের সু-ব্যবস্থা।

মূলতঃ শাসন বা, ভয়-ভীতির পরিবর্তে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করাই আমাদের লক্ষ্য।